ঈদের কেনাকাটায় আরো ১৫% ছাড়

মেয়াদ: ২২ এপ্রিল ২০২৩ পর্যন্ত

৫০০ টাকার বেশি পছন্দের যেকোনো পোশাক কিনে “EID15” প্রমো কোড ব্যবহার করেই পাচ্ছেন নিশ্চিত ১৫% ‍ছাড়।

অফারের মেয়াদ

৭ মার্চ থেকে ২২ এপ্রিল, ২০২৩

অফারের বিস্তারিত

  • ওম্যান ফ্যাশনের পছন্দের যেকোনো কেনাকাটায় ৫০০ টাকার বেশি অর্ডারে “EID15” প্রমো কোড ব্যবহার করে পাচ্ছেন ১৫% নিশ্চিত ছাড়।
  • একজন গ্রাহক প্রতিদিন যত খুশি ততবার এই অফারটি নিতে পারবেন।

শর্তাবলি

  • চলোকিনি থেকে শুধুমাত্র মহিলাদের ফ্যাশন পণ্যে ৫০০ টাকার বেশি কেনাকাটার ক্ষেত্রে অফারটি উপভোগ করা যাবে।
  • এই অফারের সাথে আপনারা পণ্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।
  • পণ্যের নির্ধারিত ছাড়ের সাথে অতিরিক্ত ১৫% এর এই ছাড়টিও নিতে পারবেন।
  • গ্রাহকের প্রমোকোড ব্যবহার ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ছাড়  ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর চলোকিনি ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ছাড়ের মূল্য বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক এই অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না।
  • ছাড় পেতে অফার চলাকালীন চলোকিনি থেকে নির্দিষ্ট ক্যাটাগরির পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
  • চলোকিনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, ক্যাটাগরি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ছাড় সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে চলোকিনি গ্রাহকের ছাড় সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি কোনো গ্রাহক ভুল অর্ডার করে ফেলেন, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষে গ্রাহকের দাবি ও সত্যতা যাচাই করে ব্যাপারটি পর্যালোচনা করবে চলোকিনি।
  • অজানা যেকোনো কারণে ছাড় পেতে বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 09611-808 927-এ ডায়াল করে অথবা চলোকিনি সেন্টার, ফেসবুক ফ্যান পেইজ চ্যাট -এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *